মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
রাণীশংকৈলে হকার্স পার্টির আহবায়ক সিরাজুল ইসলাম লাঞ্ছিতের ঘটনায় সংবাদ সম্মেলন 

রাণীশংকৈলে হকার্স পার্টির আহবায়ক সিরাজুল ইসলাম লাঞ্ছিতের ঘটনায় সংবাদ সম্মেলন 

মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জেলা হকার্স পাটির আহবায়ক ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম গত ৫ মার্চ রাউতনগরের ব্যবসায়ি জাফর আলী ও তার লোকজনের হাতে লাঞ্ছিত হন। এর প্রেক্ষিতে তিনি সোমবার ৬ মার্চ বিকেলে পৌরশহরের সিমলা ইন্টারন্যাশনাল  (লিঃ)অফিসে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
এতে রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতনের) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি হুমায়ুন কবির, সাবেক সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন,সদস্য মাহবুব আলমসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই সাথে ঘটনার সাক্ষী ও অন্যতম অভিযোগকারি মহিলা কলেজের শরীর চর্চা শিক্ষক মঈনউদ্দীন বিশ্বাসও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম তার লিখিত বক্তব্যে গত ৫ মার্চ রাউতনগরের মঈনউদ্দীন বিশ্বাসের মায়ের জানাজা অনুষ্ঠানে একই এলাকার ব্যবসায়ি জাফর আলী কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনার বর্ণনা দেন। সিরাজুল অভিযোগ করেন তাকে বিনাকারনে উদ্দেশ্যমূলকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। সিরাজুলের অভিযোগ সমর্থন করে
মঈনউদ্দীনও তার মায়ের জানাজায় মারধরের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবি করেন।
৪৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS