শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে ট্রাক্টর কেড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রান 

পঞ্চগড়ে ট্রাক্টর কেড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রান 

পঞ্চগড় অফিস : পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় সাইদুল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুন) সকালে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত সাইদুল পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সাইদুল বোদা উপজেলা থেকে পঞ্চগড়ে আসার পথে ট্রাক টার্মিনাল এলাকায় পৌছালে একটি  ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় পড়ে যায় মোটরসাইকেল আরোহী সাইদুল। এসময় ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই মারা যায় সে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

৮৯ বার ভিউ হয়েছে
0Shares