বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ নিহত-১

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ নিহত-১

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিস:

রাজশাহী জোলার গোদাগাড়ীতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রেলগেট কষাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাদিকুল। তিনি তানোর উপজেলার চান্দুড়িয়া এলাকার বাসিন্দা ছিলেন।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, গোদাগাড়ী উপজেলার রেলগেট কষাইপাড়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী  হানিফ ট্রাভেলস এর সাথে রাজশাহী থেকে গোদাগাড়ীর পথে যাওয়া এক মোটরসাইকেলের মুখোমুখি  সংঘর্ষ হয়েছে।

এতে ঘটনাস্থলেই সাদিকুল নামে একজন নিহত হয়েছেন। তিনি আরও বলেন, এ ঘটনায় আরও ২জন গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

৪০ বার ভিউ হয়েছে
0Shares