মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আগামী ৭ মার্চ পবিত্র শবেবরাত

আগামী ৭ মার্চ পবিত্র শবেবরাত

আগামী ৭ মার্চ রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। আজ বুধবার থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। বাংলাদেশের আকাশে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার পরিপ্রেক্ষিতে জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, বায়তুল মোকাররম সভাকক্ষে গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভার পর প্রতিমন্ত্রীর পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহা. বশিরুল আলম।

সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে চাঁদ দেখা যাওয়ার খবর পর্যালোচনা করা হয়।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম, সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবদুল জলিল, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী হাফিজুল আমিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

১৮৫ বার ভিউ হয়েছে
0Shares