মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
অজু করে ঘুমানোর সওয়াব

অজু করে ঘুমানোর সওয়াব

ইসলামে অজু একটি গুরুত্বপূর্ণ বিধান। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য অজু করার যে বিধান ইসলাম দিয়েছে তাতে সওয়াবের পাশাপাশি অপরিচ্ছন্নতার দুয়ারও বন্ধ হয়ে যায়। তারপরও রাতে ঘুমাতে যাওয়ার আগে অজু করে ঘুমানো ভালো।
আল্লাহর রাসুল (সা.) এবং সাহাবায়ে কেরাম নামাজের জন্য যেমন অজু করতেন তেমনি ঘুমের আগেও অজু করতেন। এর উপকারও রয়েছে।
হাদিসেও সারা দিনের অবসাদ নিয়ে রাতে ঘুমাতে যাওয়ার সময় অজু করতে উৎসাহিত করা হয়েছে। হজরত আবু উমামা বাহিলি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন- ‘যেকোনও মুসলমান যখন পবিত্রতার সঙ্গে আল্লাহর নামে ঘুমায়, এরপর সে রাতে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দুনিয়া-আখেরাতের কোনও কল্যাণ প্রার্থনা করে, আল্লাহ তাকে তা দিয়ে দেন।’ (আবু দাউদ : ৫০৪৪)
১৮০ বার ভিউ হয়েছে
0Shares