শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহী জেলা ছাত্রলীগে পদ পেতে সোচ্চার রাজু আহম্মেদ

রাজশাহী জেলা ছাত্রলীগে পদ পেতে সোচ্চার রাজু আহম্মেদ

সারোয়ার হোসেন : নানা বিতর্কে জর্জরিত হয়ে ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ সংগঠন ছাত্রলীগের রাজশাহী জেলা শাখার কমিটি ইতিমধ্যেই বিলুপ্ত হয়েছে। আর কমিটি বিলুপ্তের পর থেকেই নতুন কমিটিতে পদপদবী পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন ডজন খানিক নেতা। যার মধ্যে অন্যতম রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য রাজু আহম্মেদ। এরই মধ্যে বিভিন্ন মিছিল-মিটিংসহ দলীয় নানা কর্মসূচি পালন করছেন ছাত্রলীগের এই পদ প্রত্যাশী ছাত্র নেতা। এরই অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রায় সাত শতাধিক নেতাকর্মী নিয়ে রাজশাহী কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময় রাজু আহম্মেদ বলেন, ‘বাঙালী জাতিকে ভাষার জন্য জীবন দিতে হয়েছিলো। আর সেই ভাষার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এর পূর্বে আমি রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ছিলাম। আগামীতে যদি জেলা ছাত্রলীগের দ্বায়িত্ব পাই, তবে বিগত কমিটির জন্য যে সকল কলঙ্ক লেগেছে এই সংগঠনের নামের উপর সেসব মুক্ত করবো কাজের মাধ্যমে। এছাড়াও আসন্ন জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করবো ইনশাআল্লাহ। উল্লেখ্য, গত ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে কেন্দ্র থেকে নতুন কমিটি ঘোষণা করা হয় রাজশাহী জেলা ছাত্রলীগের। এর কিছুদিন পরই সেই কমিটি জড়ায় নানা বিতর্কে। সেই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নানা অনিয়মের কারণে কমিটি ঘোষণার ৮ মাসের মাথায় ২০২২ সালের ১৯ অক্টোবর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি পুনরায় বিলুপ্ত করে। এতে রাজশাহীর মত গুরুত্বপূর্ণ বিভাগীয় জেলায় ছাত্রলীগ হয়ে পড়ে নেতৃত্ব শুন্য।
৫৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS