বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
চট্টগ্রাম নগরীতে সিটিজি কিং রাইডার্সের রক্তের গ্রুপিং ও শিক্ষা সামগ্রী বিতরন।

চট্টগ্রাম নগরীতে সিটিজি কিং রাইডার্সের রক্তের গ্রুপিং ও শিক্ষা সামগ্রী বিতরন।

রবিউল আলম, চট্টগ্রাম মহানগর থেকেঃ  ‘মানুষ মানুষের জন্য- জিবন জিবনের জন্য।”ভুপেন হাজারিকার কালজয়ী মানবিক এ গানটি শুনলে মানবিক মানুষদের হৃদয় মানুষের জন্য কেঁদে উঠবেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর মোগলটুলীর স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন মোগলটুলী ব্লাড ডোনেশন সোসাইটির সার্বিক সহযোগিতায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সি টি জি কিং রাইডার্স ২১ ফেব্রুয়ারী’২৩ ইং মঙ্গলবার সকাল ১০ টা থেকে নগরীরর কদমতলী রাহাত সেন্টার চত্বরে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয় ও ছাত্র ছাত্রীদের মাঝে বিনামুল্যে শিক্ষা সামগ্রী বিতরন করেছে। বিকাল পর্যন্ত বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক মানুষ ফ্রিতে তাদের রক্তের গ্রুপ নির্নয় করেছে। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছার।
প্রধান অথিতির বক্তব্যে নুরুল আবছার সিটিজি কিং রাইডার্সের যাত্রালগ্ন থেকে আজোবধি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম এবং শিক্ষা প্রনোদনা মুলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তাদের বিভিন্ন কর্মসুচীতে যখন যে ধরনের অংশগ্রহন ও সহযোগিতার প্রয়োজন হয়, তিনি এগিয়ে আসবেন বলে প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে তিনি নিজেও রক্তের গ্রুপিং নির্ধারন করে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রিদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন, আয়োজনকারী সংগঠন সি টি জি কিং রাইডার্স ও সহযোগী সংগঠন মোগলটুলী ব্লাড ডোনেশন সোসাইটির স্বেচ্ছাসেবক শাহারিয়াত, মারুফ, সাইফুল, মুরাদ, মিন্টু, রানা, জাবেদ, আজাদ নাসির, সাকিব, রিয়া হাবীব, তামান্না নাসরিন। তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সিটিজি কিং রাইডার্স কোন আনুষ্ঠানিকতা নয়, নিচক মানুষের সেবা ও সচেতনতা এবং শিক্ষাক্ষেত্রে উৎসাহ সৃষ্ঠির জন্য ধারাবাহিকভাবে মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে তরুন যুবকদের মাঝে মৌলিক সানবিক মুল্যবোধ সৃষ্ঠির পাশাপাশি আগামীর ইতিবাচক নেতৃত্ব সৃষ্ঠির লক্ষ্যে কাজ করে আসছে। সমাজে এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে যুব সমাজ মাদকের ভয়াল নেশা থেকে নিজেদের রক্ষা করতে পারবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন। একজন সুস্থ মানুষ তার নিজের সুস্থতার জন্য প্রতি তিন মাস অন্তর অন্তর রক্ত দিতে পারে, রক্ত দানে কোন ক্ষতি নেই জানিয়ে তারা প্রত্যেককে যে কারো প্রয়োজনে রক্ত দান করে জিবন বাঁচাতে এগিয়ে আসারও আহ্বান জানান।
১৭৪ বার ভিউ হয়েছে
0Shares