শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোহনপুরে হেরোইনসহ মাদক সম্রাট গ্রেফতার 

মোহনপুরে হেরোইনসহ মাদক সম্রাট গ্রেফতার 

রতন মোহনপুর প্রতিনিধিঃ  রাজশাহীর মোহনপুর উপজেলা জাহানাবাদ ইউনিয়নে ১০০ গ্রাম হেরোইন সহ এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, আজ ১৮ই ফেব্রুয়ারী শনিবার রাত ৩,০০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অফিসার সাখাওয়াত হোসেনের নের্তৃত্বে তার সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে  তাহেরপুর পাকুড়িয়া গ্রামের মৃত বাদশার ছেলে আজমল হোসেন (৩৮) কে একরামুলের বাড়ীর কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেন মোহনপুর থানা পুলিশ। যার মূল্য দশ লক্ষ টাকা।

এই বিষয়ে মোহনপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) সেলিম বাদশাহ্ বলেন, আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

৯২ বার ভিউ হয়েছে
0Shares