শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
এমপি ফারুক চৌধুরীকে কেন্দ্রীয় নেতা হিসেবে দেখতে চায় তানোর-গোদাগাড়ী বাসী

এমপি ফারুক চৌধুরীকে কেন্দ্রীয় নেতা হিসেবে দেখতে চায় তানোর-গোদাগাড়ী বাসী

সারোয়ার হোসেন,তানোর: স্বাধীনতার পর থেকে রাজশাহী-১ তানোর গোদাগাড়ী আসনটিকে ভিআইপি হিসেবে দেখা হলেও তানোরের কোন কৃতি সন্তান মহান সংসদে যেতে পারেন নি। এই ঘাটতি উপজেলা বাসীকে এক ধরনের বেদনা দিত। কিন্তু তানোরের কৃতি সন্তান শহীদ পরিবারের জমিদার আলহাজ্ব ওমর ফারুক চৌধূরী প্রথমবারের মত জাতীয় নির্বাচন করে মহান সংসদে প্রতিনিধিত্ব করছেন। যা উপজেলা বাসীর এক গর্বের বিষয়। এমপি জেলা সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করে সংগঠনকে এক নতুন রুপ দিয়েছেন। যা অতীতে কেউ পারেন নি। শুধু সভাপতি সম্পাদক না দেশরত্ন শেখ হাসিনার আস্থা অর্জন করায় তাকে শিল্পপতি মন্ত্রী করেছিলেন। চলতি মাসের আগামী ২৪ ডিসেম্বর আওয়ামীলীগের কেন্দ্রীয় সম্মেলন। এজন্য আপামর তানোর বাসীর প্রানের দাবি বরেন্দ্রভূমির পোড়া মাটির সন্তান ফারুক চৌধূরীকে কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতা  হিসেবে দেখতে চায়। কারন তিনিই একমাত্র ব্যক্তি যিনি জেলার দায়িত্বে থাকা কালীন বিএনপি জামাতের আতুর ঘর ভেঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকে নিষ্ঠার সাথে প্রতিষ্ঠিত করেছেন। যাকে বলে নেতৃত্ব তৈরির কারিগর, রাজনীতির এক বটওবৃক্ষ।
জানা গেছে, উপজেলার কলমা ইউনিয়ন(ইউপির)  চোরখৈর গ্রামের জমিদার শহীদ আজিজুল হকের গর্বিত সন্তান জমিদার ওমর ফারুক চৌধূরী। তিনি রাজনীতে আসেন ২০০০ সালের দিকে। এর আগে তিনি ব্যবসা করতেন। সফল ব্যবসায়ী হিসেবে সিআইপি অর্জন করেন এবং রাজশাহী চেম্বার্স অব কমার্সের সভাপতি নির্বাচিত হয়েছিলে। সে সময় উপজেলা বাসীর ধারনা হয়েছিল ফারুক চৌধূরী রাজনীতিতে আসছেন। রাজনীতির প্রথম অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন ওমর ফারুক চৌধূরীকে বিগত ২০০১ সালের জাতীয় নির্বাচনে এমপি হিসেবে মনোনায়ন দেন। ওই নির্বাচনে যদিও ফারুক চৌধুরী পরাজিত হয়েছিলেন, কিন্তু আগামীর এমপি সেটাও জানান দিয়েছিলেন, যা তানোর গোদাগাড়ীর রাজনৈতিক নেতারা টের পেয়েছিলেন। যার ফলে বিগত ২০০৮ সালের জাতীয় নির্বাচনে চমক দেখিয়ে বরেন্দ্রভূমি হিসেবে পরিচিত তানোর উপজেলার সন্তান হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তানোর গোদাগাড়ীর পাড়া মহল্লায় প্রতিষ্ঠিত করেন দলকে,তৈরি করেন ঘরে ঘরে মুক্তিযুদ্ধের চেতনা জাতির জনকের আদর্শ পৌছিয়ে দেন সবার মাঝে।
পৌর আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজন জানান, আজ যারা এমপির বিরুদ্ধে নানা ভাবে রাজনীতির মাঠ থেকে সরানোর নানা চক্রান্ত চলছে। ফারুক চৌধুরী তানোরের গর্বিত সন্তান। তিনি সাবেক জেলা সভাপতি, সম্পাদক ও শিল্পপতি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে। তিনি আছেন বলেই তানোর গোদাগাড়ীর আপামর জনতা শান্তিতে জীবন যাপন করছেন। আসলে দাত থাকতে তার মর্যাদা দিতে জানিনা। নষ্ট হলে বুঝতে পারা যায় এর মর্ম। এমপি ভাই নেতাকর্মীদের যে ভাগে আগলে রাখেন, আল্লাহ না করুক কোন কারনে তিনি না থাকলে হাড়েহাড়ে টের পাবে সাধারন মানুষ ও তৃনমূলের নেতাকর্মীরা। আমরা মনে প্রানে চায় দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যেন রাজশাহী অঞ্চলের রাজনীতির বটওবৃক্ষ এমপি ফারুক চৌধূরীকে কেন্দ্রীয় নেতা করা হোক। তার সকল ধরনের যোগ্যতা রয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার বলেন, এমপি ফারুক চৌধূরী গর্বিত পিতা মাতার গর্বিত সন্তান এবং তানোর বাসীর অহংকার। মনে প্রানে বিশ্বাস করি জননেত্রী এই সম্মেলনে বরেন্দ্র ভূমির পোড়া মাটির সন্তান এমপি ফারুক চৌধূরীকে কেন্দ্রীয় নেতা করবেন। কারন ফারুক চৌধূরী রাজনীতিতে আসার পর জামাত বিএনপির ঘাটও তানোর গোদাগাড়ী। রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে সবকিছু তচনছ করে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি নেতৃত্ব গড়ার কারিগর। তারমত নেতার সাথে রাজনীতি করতে পেরে মহান রবের শুকরিয়া আদায় করছি। এমপির মাধ্যমে সব চাওয়া পুরুন করেছে বঙ্গকন্যা, এখন এক একটায় চাওয়া এমপিকে কেন্দ্রীয় নেতা করা হোক। তার সকল যোগ্যতা রয়েছে,   এটা দলের দাবি না তানোর বাসীর চাওয়া।যিনি বিগত স্থানীয় নির্বাচনে কখনো নৌকার বাহিরে যাননি। জননেত্রীর প্রার্থীর পক্ষে প্রানপনে লড়াই করেছেন। জননেত্রী ভালোভাবেই জানেন এমপি ফারুক চৌধূরী সম্পর্কে। সুতরাং আমার বিশ্বাস এমপিকে কেন্দ্রীয় নেতা করবেন নেত্রী।
উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না জানান, ফারুক চৌধূরী তানোর বাসীর জন্য মহান সৃষ্টিকর্তার এক বিশাল নিয়ামত। তিনি যে ভাবে ঘুনে ধরা দলকে সুসংগঠিত করেছেন তা কেন্দ্রীয় নেতারা জানেন। তিনি রাজনীতির বরেন্দ্র ভূমির বটওবৃক্ষ। বৃক্ষ যখন ছায়া দেয় তার মর্ম বুঝিনা,  আর যখন ছায়া দিতে পারেনা, তখন বুঝি ছায়ার মর্ম। এমপির দরজা সবার জন্য উন্মুক্ত। তার সাথে সবাই কথা বলতে পারেন। এমপি দূই উপজেলায় সম্প্রীতির রাজনৈতিক ধারক বাহক। এমপিকে নিয়ে তানোর বাসীর চাওয়া পাওয়া সবই পুরুন করেছেন মমতাময়ী বঙ্গকন্যা বিশ্বনেতা দেশরত্ন শেখ হাসিনা। বরেন্দ্রভূমি পোড়া মানুষের প্রানের ও সময়ের দাবি শহীদ পরিবারে গর্বিত সন্তান জাতীয় চার নেতা শহীদ এএইচএম কামরুজ্জামানের যোগ্য উত্তরসুরী এমপি ফারুক চৌধূরীকে কেন্দ্রীয় নেতা হিসেবে চায় আপামর তানোরের জনসাধারন।
৬৪ বার ভিউ হয়েছে
0Shares