বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
চাটখিলে ৬৫ বোতল বদেশী মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার

চাটখিলে ৬৫ বোতল বদেশী মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়স্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৬৫ বোতল বিদেশী মদ সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রফতারকৃত আসামিরা হলো, উপজেলার নোয়াখলা গ্রামের মোকারাম বাড়ির মোঃ ইকবাল হোসেন মানিকের ছেলে মোঃ আতাউর রহমান প্রকাশ রুবেল (৪৮) কুমিল্লা জেলার কনকুইম গ্রামের কাদের মিয়াজী বাড়ির মোঃ শাহ আলমের ছেলে সাদেক হোসেন প্রকাশ শিখাব (২১)।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নোয়াখলা এলাকা থেকে চাটখিল থানা পুলিশ তাদের গ্রেফতার করে। নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের নিকট থেকে ৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারকৃদের বিকেলে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

৩৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS