মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে দুইশ পিস ইয়াবা সহ মাদক কারবারি কামরুল গ্রেফতার

সেনবাগে দুইশ পিস ইয়াবা সহ মাদক কারবারি কামরুল গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ থানার পুলিশ এক অভিযান চালিয়ে দুইশ পিজ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ কামরুল ইসলাম (২৮)নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোঃ কামরুল ইসলাম সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউপির ছাতারপাইয়া গ্রামের মৃত আবু তাহের মেম্বারের ছেলে।

বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাতে সেনবাগ থানার এসআই বদিউল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট-ছাতারপাইয়া সড়কের খাজুরিয়া পোলের গোড়া নামকস্থালে তল্লাশী চৌকি বসিয়ে মাদক কারবারি কামরুলকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশী করে ২শ পিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বিকেলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, এঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

১০৫ বার ভিউ হয়েছে
0Shares