শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরের খাগড়াবন্দ পল্লীতে বসতবাড়ির ভিতরের খুটি থেকে প্রতিপক্ষকে সেচের বিদ্যুৎ সংযোগ নিয়ে চরম উত্তেজনা

পার্বতীপুরের খাগড়াবন্দ পল্লীতে বসতবাড়ির ভিতরের খুটি থেকে প্রতিপক্ষকে সেচের বিদ্যুৎ সংযোগ নিয়ে চরম উত্তেজনা

বিশেষ প্রতিনিধি– দিনাজপুরের পার্বতীপুর  পল্লী বিদ্যুৎ সমিতী-২ এর আওতায়  উপজেলার খাগড়াবন্দ পশ্চিম পাড়া গ্রামের সাইফুল ইসলামের নির্মানাধীন বসত বাড়ির ভিতরের বিদ্যুৎ এর খুটি থেকে প্রতিবেশী ও প্রতিপক্ষ মফিদুল হকের ছেলে মোঃ বরকত আলিকে সেচ পাম্পের বিদ্যুৎ লাইন সরবরাহ করার অপচেষ্টা কে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে।
যে কোন সময় পরিস্থিতির অবনতি সহ সংঘাত ছড়িয়ে পড়তে পারে।  জানা গেছে – ১০ নং হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ গ্রামের মৃত্যু  ওসমান প্রামানিকের ছেলে সাইফুল ইসলাম এর ১০৬ দাগে নির্মানাধীন বসত বাড়ির  অপরাংশে একই দাগে  প্রতিপক্ষ মোঃ বরকত আলী তার ট্র্যাকিং আইডি – ৪৪০৩৬৪৮০৩৭৫৬৪৬২ হতে জোর পূর্বক বিদ্যুৎ সংযোগ নিতে চাইছে।
এতে করে সাইফুল ইসলামের  গাছপালা  সহ অনেক অনেক ক্ষতি হবে মর্মে  বসত বাড়ির উপর দিয়ে সংযোগ না দেওয়ার জন্য পবিস -২ ডেপুটি জেনারেল ম্যানেজারের নিকট বিগত ২২ জানুয়ারি /২৩ আবেদন   করার পরেও বিদ্যুৎ সংযোগ প্রদানের তৎপরতা অব্যাহত থাকায়   বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে মর্মে আশংকা করা হচ্ছে। লিখিত অভিযোগ এবং আবেদনে সাইফুল ইসলাম দাবি করেন  তার বসত বাড়ির পোল থেকে কোন ক্রমেই  যেন সংযোগ দেওয়া না  দিয়ে অন্য কোন পোল থেকে সংযোগ দেওয়া হোক।  এ বিষয়ে মাঠ পরিদর্শক আব্দুর রহমান জানান  বিষয় টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।   নাম প্রকাশে অনিচ্ছুক  কয়েকজন জানান যেহেতু ওই দুই পরিবারের মধ্যে তিক্ততা চলছে  তাই সংঘাত এড়ানোর সার্থে  বিকল্প পোল থেকে বিদ্যুৎ লাইন সরবরাহ করাই শ্রেয়।
৩৬৯ বার ভিউ হয়েছে
0Shares