শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ীতে নিরাপদ খাদ্য বিষয়ে অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত

ফুলবাড়ীতে নিরাপদ খাদ্য বিষয়ে অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ; দিনাজপুরের ফুলবাড়ীতে নিরাপদ খাদ্য বিষয়ে অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে জন প্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনিচুর রহমান। নিরাপদ খাদ্য বিষয়ে আলোচনা করেন, নিরাপদ খাদ্য বিভাগের দিনাজপুরের কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এতে অংশ নেন ফুলবাড়ী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী ও সকল কাউন্সিলর, ৭টি ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী,উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তাগন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন খাদ্য মন্ত্রনালয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশাসন ফুলবাড়ী।

৩৯ বার ভিউ হয়েছে
0Shares