বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা

সেনবাগে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী ওই খেলা উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহাকারী কমিশনার (ভ‚মি) তাজমিন আলম তুলি। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, জেলা পরিষদ সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী সাইফুল ইসলাম বাবু, রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বেলাল হোসেন, কল্যান্দী ফয়জুল উলুম মাদরাসার সুপার আকতারুজ্জামান ফয়েজী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রিড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS