বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মান্দায় বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

মান্দায় বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ: নওগাঁর মান্দায় যাত্রীবাহী এক বাসের ধাক্কায় নুরুল ইসলাম মন্ডল (৭০) নামে বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের উপজেলার সুতিহাটের অদূরে জেলেঘাটি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নুরুল ইসলাম মন্ডল নওগাঁর মহাদেবপুর উপজেলার কচুকুড়ি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী যাত্রীবাহী এক বাস নুরুল ইসলাম মন্ডলকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে পাকা সড়কের মধ্যে  পড়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে তিনি নিহত হন।                                        মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মোমিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতের স্বজনেরা লাশ নিয়ে চলে গেছেন। নিহতের বাড়ি মহাদেবপুর উপজেলায়  হওয়ায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

৩১ বার ভিউ হয়েছে
0Shares