শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালীতে সরস্বতী পূঁজা উদযাপিত

পটুয়াখালীতে সরস্বতী পূঁজা উদযাপিত

পটুয়াখালী প্রতিনিধি ; সারাদেশের ন্যায় পুরোহিতের মন্ত্রপাঠ, উলুধ্বনি ও ঘন্টাসহ নানা আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় দশমিনা উপজেলার আরবেগী ইমেল স্কুল এন্ড কলেজ প্রঙ্গনে সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবীর এ পূঁজা উদযাপিত হয়েছে। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছরের মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন। বিদ্যার দেবী হওয়ায় হিন্দু স¤প্রাদেোয় ঘরে ঘরে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতীর পূঁজা অনুষ্ঠিত হয়। হিন্দু শাস্ত্র অনুসারে, সাদা রাজহাঁসে চড়ে ও বীণাহাতে সরস্বতী পৃথিবীতে আসেন। সরস্বতী পূঁজা উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পূঁজামন্ডপ বাড়ী বাড়ীতে দেবীর পাদ পদ্মে অঞ্জলি দেয় ভক্তরা। এছাড়া দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হয় অনেক জায়গায়। প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও বাড়িতে বাড়িতে একযোগে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এপূঁজা এখন শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ নেই এখন একটি অসা¤প্রদায়িক উৎসবে পরিণত হয়েছে। এ উৎসব সনাতন ও মুসলিম উভয় ধর্মাবলম্বী মানুষ সমানভাবে উপভোগ করছে। সনাতন শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে মুসলিম শিক্ষার্থীরাও এই পূঁজা আয়োজনের মাধ্যমে বিদ্যাদেবীকে সন্তুষ্ট করে শিক্ষা অর্জনের পথ সুগমে ব্যস্ত।

২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS