সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিরাজগঞ্জে জন্ম নিবন্ধনে সর্বোচ্চ তথ্যদাতা হিসেবে পুরুস্কার পেলেন গ্রাম পুলিশ

সিরাজগঞ্জে জন্ম নিবন্ধনে সর্বোচ্চ তথ্যদাতা হিসেবে পুরুস্কার পেলেন গ্রাম পুলিশ

 সিরাজগঞ্জ প্রতিনিধি ;  সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধনের সর্বোচ্চ তথ্যদাতা হিসেবে পুরস্কার  পেলেন গ্রাম পুলিশ  পরান চন্দ্র দাস। বুধবার (২৫ জানুয়ারী) বিকালে  ছোনগাছা ইউনিয়ন পরিষদ হল রুমে গ্রাম পুলিশ  শ্রী পরান চন্দ্র দাসের হাতে এ পুরস্কার  তুলে দেন চেয়ারম্যান মোহামাদ আলী জিন্নাহ।
এসময় ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আমার  ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের বলা হয়েছে  যে জন্ম নিবন্ধনের সর্বোচ্চ তথ্য দিবে তাকে  সেরা তথ্যদাতা নির্বাচন করে পুরস্কারের  দেয়া হবে। এতে গ্রাম পুলিশদের আগ্রহ বাড়বে এবং জনগণের সেবাও নিশ্চিত হবে।  তাই ইউনিয়ন পরিষদ থেকে এ উদ্যোগ নেয়া  হয়েছে।  ইউনিয়ন পরিষদের সচিব এমদাদুল হক বলেন, ডিডিএলজি স্যারের নির্দেশে আমরা এ সকল সেবা চালু করেছি। যেন গ্রাম পুলিশরাও আনন্দের সহিত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ  করে। এতে জন্ম নিবন্ধন শতভাগ নিশ্চিত হবে। পুরস্কারে ভূষিত হওয়া  গ্রাম পুলিশ শ্রী পরান চন্দ্র দাস বলেন, আমি খুবই আনন্দিত। আমি আমার চাকরি জীবনে এই প্রথম পুরস্কার  পেয়েছি। আমি খুবই আনন্দিত। চেষ্টা করবো আগামীতেও  যেন এ ধারাহিকতা বজায় রাখতে পারি।  এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জহুরুল ইসলাম, আব্দুল মমিন, মোহর আলী, সেলিম রেজাসহ অন্যান্য  গ্রাম পুলিশের সদস্যবৃন্দ ।
১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS