শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমার উপজেলায়  শিক্ষার্থীদের মাঝে ৩ লক্ষাধীক বই বিতরন।

ডোমার উপজেলায়  শিক্ষার্থীদের মাঝে ৩ লক্ষাধীক বই বিতরন।

রবিউল হক রতন,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ  নীলফামারীর ডোমার উপজেলায় বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৩ লক্ষাধীক বই বিতরন করা হয়েছে।
রবিবার সকাল ১০ টার দিকে শহীদ স্মৃতি মডেল  সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরনের উদ্বোধন করা হয়েছে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাকেরিনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমীন হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ মাহমুদ উজ্জ্বল, প্রধান শিক্ষক মোঃ সুমন প্রমূখ উপস্থিত ছিলেন।
 এরপর উপজেলার প্রাথমিক বিদ্যালয়, কিন্টারগার্ডেন ও এনজিও শিক্ষা প্রতিষ্ঠানে ২শত বিদ্যালয়ে ৬০ হাজার বইয়ের চাহিদার প্রেক্ষিতে ৩০ হাজার বই এবং মাধ্যমিক, স্কুল এ্যান্ড কলেজ, ইবতেদায়ী, দাখিল, ভকেশনাল ও ভকেশনাল ট্রেড সহ এর ৯৬ টি বিদ্যালয়ের ৩ লক্ষ ২৯ হাজার ৩৩৫ টি বইয়ের চাহিদার প্রেক্ষিতে ৩ লক্ষ ১ হাজার ৩৩৫ বিতরন করা হয়েছে।
৭৮ বার ভিউ হয়েছে
0Shares