শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোহনপুরে বিস্ফোরক মামলায় বিএনপির নেতা, সাবেক পৌর কাউন্সিলর আটক

মোহনপুরে বিস্ফোরক মামলায় বিএনপির নেতা, সাবেক পৌর কাউন্সিলর আটক

মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে বিস্ফোরক মামলায় কেশরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর বিএনপির নেতা শফিকুল ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে  আটক করেছে মোহনপুর থানা পুলিশ। গতকাল বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে কেশরহাট পৌরসভার নাকইল স্কুল মাঠে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালীন তাকে আটক করা হয়। বৃহস্পতিবার শফিকুল ইসলামকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।

আটক শফিকুল ইসলাম সাবেক পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, থানা পুলিশের নিয়মিত অভিযানে বিস্ফোরক মামলায় শফিকুল ইসলামকে আটক করা হয়। আজ ১/১২/২২ বৃহস্পতিবার আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

১১৯ বার ভিউ হয়েছে
0Shares