মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিংড়ায় জমি নিয়ে বিরোধে আহত কৃষকের মৃত্যু

সিংড়ায় জমি নিয়ে বিরোধে আহত কৃষকের মৃত্যু

ইসাহাক আলী, নাটোর, ১৯ জানুয়ারী-নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহত মিঠু ফকির (২৮) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিঠু কালিনগর গ্রামের সালাম ফকিরের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী স‚ত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কলম ইউনিয়নের কালিনগর গ্রামে জমি নিয়ে কৃষক মিঠু ফকির ও তার চাচাতো ভাই জসিম উদ্দিনের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে মিঠু ফকির ও তার বাবা সালাম ফকির গুরুত্বও আহত হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু বলেন, ঘটনার সত্যতা স্বীকার করেন।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

৩৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS