মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বদলগাছীতে চাকরির দেওয়ার  নামে প্রতারণা  প্রতারক আটক

বদলগাছীতে চাকরির দেওয়ার  নামে প্রতারণা  প্রতারক আটক

এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ: নওগাঁর বদলগাছীতে সেনাবাহিনীর চাকুরীর ভূয়া নিয়োগপত্র প্রদান করার অভিযোগে  জহুরুল ইসলাম জুইট নামে এক প্রতারককে আটক করেছে জয়পুরহাট র‍্যাব-৫।

আটককৃত ব্যক্তি নওগাঁর বদলগাছী উপজেলার  বিলাশবাড়ী ইউপির শুকনা গোপালপুর গ্রামের আখতার ফরিদের ছেলে জহুরুল ইসলাম জুইট।থানা সূত্রে জানা যায়,  সোমবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছীর বিলাশবাড়ী ইউপির দুধকুড়ি বিলের মাঝ থেকে জহুরুল ইসলাম জুইটকে র‍্যাব-৫ আটক করে বদলগাছী থানায় সোপর্দ করেন।                                      এ ব‍্যপারে র‍্যাব ৫এর ডিএডি মাসুদ রানা  সাংবাদিকদের জানান, জহুরুল ইসলাম জুইটের বিরুদ্ধে পত্নীতলা উপজেলার হরিপুর গ্রামের মৃত ওসমানের ছেলে মামুন বাদী হয়ে জয়পুরহাটের র‍্যাব৫  এ অভিযোগ করেন। অভিযোগ এর পরিপ্রেক্ষিতে ঐ প্রতারক কে আটক করা হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন,এ ঘটনায়  ভুক্তভোগী  মামুন বাদি হয়ে বদলগাছী থানায় ঐ প্রতারকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
৩৬ বার ভিউ হয়েছে
0Shares