শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মধুখালীতে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন

মধুখালীতে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ২৬ সোমবারঃদেশ মাতৃকাও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় ফরিদপুরের মধুখালীতে ৩৫তম ৩২প্রহর ব্যাপি বাগাট ঘোষপাড়া সার্বজনীন হরিসভা কর্তৃক আয়োজনে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা র্কীতন অনুষ্ঠিত হয়েছে।

বাগাট ঘোষপাড়া সার্বজনীন হরিসভা কমিটির সভাপতি প্রশান্ত কুমার ঘোষের সভাপতিত্বে বাগাট ঘোষপাড়া সার্বজনীন হরিসভা প্রাঙ্গনে ৩৫তম ৩২ প্রহর ব্যাপি তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে বক্তব্য রাখেন সভার সাধারন সম্পাদক নৃপেন্দ্র নাথ ঘোষ,বিশেষ অতিথি প্রকৌশলী অশোক কুমার দাস ।

তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশনায় দেশে বিভিন্ন সুনামধণ্য দল অংশ গ্রহন করেন।যে সকল দল অংশ গ্রহন করেন তারা হলেন ঝিনাইদহের গৌরবাণী সম্প্রদায়, নেত্রকোণার বিমল কৃষ্ণ সম্প্রদায়, গোপালগঞ্জের মহাপ্রভু, শ্রী জয় রাম সম্প্রদায়,কুমিল্লার বেদবাণী সম্প্রদায়,মানিকগঞ্জের বিষ্ণু প্রিয়া সম্প্রদায় এবং কুষ্টিয়ার মা গৌরী সম্প্রদায়।

তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশনা ২২ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। শত শত ভক্ত বৃন্দ অনুষ্ঠানে যোগদেন।

৩০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS