বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠিতে যথাযোগ্য’মর্যাদায় মহান বিজয় দিবস পালন

ঝালকাঠিতে যথাযোগ্য’মর্যাদায় মহান বিজয় দিবস পালন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে সূর্যদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার জেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্ধ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সকাল সাড়ে ৮ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ফারাহ নিঝুম গুল ও পুলিশ সুপার আফরুজুল হক টুটুল । এ সময় পুলিশ, আনসার ও ভিডিপি,জেল পুলিশ,গার্লস ইন স্কাউটস সদস্যরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। এছাড়া দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপনের লক্ষে জেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।

অপরদিকে,ঝালকাঠি জেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিজয় দিবসের র‌্যালি করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

মহান বিজয় দিবসে ঝালকাঠি জেলা বিএনপির রেলি ও বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. সৈয়দ ও সদস্য সচিব এ্যাড. শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে আমতলা রোডস্থ দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন এর নেতা কর্মী দের নিয়ে বিশাল বর্নাঢ্য রেলি বের করে শহরের প্রধান সড়ক প্রদিক্ষন করে সকাল ৭.৩০ মিনিটে শহীদ বেদিতে পুষ্প মাল্য অর্পনের মাধ্যমে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রেলিতে ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল, ওয়ারেচ আলী খান, এ্যাড. মাহেব হোসেন, এ্যাড. মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, ঝালকাঠি সদর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মলি­ক, জেলা যুবদল আহŸায়ক শামীম তালুকদার, সিনিঃ যুগ্ম আহবায়ক মোঃ রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব এ্যাড. আনিচুর রহমান খান,মহান বিজয় দিবসে ঝালকাঠি জেলা বিএনপির রেলি ও বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

২৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS