শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মতবিনিময় সভা

ধামইরহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মতবিনিময় সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ ডিসেম্বর বেলা ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা-অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, জেলা পরিষদ সদস্য মো. নুরুজ্জামান হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

৪৪ বার ভিউ হয়েছে
0Shares