শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে কৃষকদের মাঝে প্রণোদনার ধানবীজ ও সার বিতরণ

নাচোলে কৃষকদের মাঝে প্রণোদনার ধানবীজ ও সার বিতরণ

মোঃ ইব্রাহীম স্টাফ রিপোর্টার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “মুজিব বর্ষের অঙ্গিকার কৃষি হবে দুর্বার” প্রতিপাদ্যকে উপজীব্য করে সাত হাজর প্রান্তিক কৃষকের মাঝে ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল(উফশী)ও হাইব্রিড জাতের উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে উফশী ধানবীজ ও রাসায়নিক সার এবং হাইব্রিড ধানবীজ সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে ধানবীজ ও সার বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মিথিলা দাস, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর। এসময় আরও উপস্থিত ছিলেন, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারীয়া আল মেহরাব, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদির আহম্মেদ ভুলু, নেজামপুর ইউসিনয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, সহকারি প্রগ্রামার(আইসিটি) সোহোল রানা, উপজেলা কৃষি দপ্তরের উপহসকারি কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, আমিনুল ইসলাম ও গোলাম মর্তুজাসহ তালিকাভূক্ত প্রান্তিক কৃষকগণ। উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, চলতি রবি মৌসুমে চারটি ইউনিয়ন ও পৌর এলাকার তালিকাভূক্ত চার হাজার কৃষকের মাঝে ২কেজি করে হাইব্রিড ধানবীজ ও তিন হাজার কৃষকের মাঝে ৫ কেজি উফশী ধানবীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ কার্যক্রম শুরু করা হলো।

১৩৩ বার ভিউ হয়েছে
0Shares