বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নিহত-২

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নিহত-২

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিস:

রাজশাহী নগরীর পবা মোহনপুর এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা খড়িবাহি ট্রলির ২ জন নিহত হয়েছেন। সোমবার বিকেল সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খড়ি বোঝায় একটি ট্রলি রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগ্রামী পদ্মা এক্সপ্রেস ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলি দমড়ে মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলে ট্রলির চালক ও হেলপার মারা যান। খড়িগুলো স্থানীয় একটি ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছিলো। এদিকে বিকেল ৪টার দিকে রাজশাহী স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্যেশ্যে ছেড়ে যায়।

নিহতরা হলেন, ট্রলির ড্রাইভার মোফাজ্জাল হোসেন (৩৫) ও হেলপার হাবিবুর রহমান হাবিব (২৩)। নিহতদের বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ধাদাস গ্রামে।

৫৭ বার ভিউ হয়েছে
0Shares