শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোহনপুরে অবৈধ্ পুকুর খননের দায়ে ২জন কে ৬ মাসের কারাদন্ড

মোহনপুরে অবৈধ্ পুকুর খননের দায়ে ২জন কে ৬ মাসের কারাদন্ড

  মোহনপুর প্রতিনিধি:  মোহনপুর উপজেলার ধোরসা দূর্গাপুর বিলে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর খননের দায়ে দুইজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদÐ দিয়েছেন ভাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। দÐপ্রাপ্তরা হলেন মোহনপুর উপজেলার ধোরসা গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল রানা (৪৫) এবং মৃত আবদুল জলিলের ছেলে মিঠন আলী (৩৫)। আজ সোমবার বিকেলে এ দন্ডাদেশ দেয়া হয়। এসময় পুকুর খনন কাজে ব্যবহৃত এক্সিভেটর মেশিনের ১১টি ব্যটারি, ৪টি বাইক ও ৩টি মোবাইল সেট জব্দ করা হয়। এর মধ্যে ১১টি ব্যটারি উন্মুক্ত নিলামে বিক্রিসহ বাইক এবং মোবাইল সেট থানায় জমা দেয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা যায়।এ বিষয়ে জানতে চাইলে মোহনপুর উপজেলা নির্বাহি অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট আয়শা সিদ্দিকা বলেন, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে তিন ফসলি জমিতে পুকুর খনন করার অপরাধে তাদের দÐ প্রদান করা হয়েছে। আগামিতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে।

১১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS