রাজনীতিতে নতুন দলের আত্মপ্রকাশ, নাম ‘নিউক্লিয়াস পার্টি’
বৈষম্যমুক্ত ও নিরাপদ বসবাসযোগ্য রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতি নিয়ে ‘নিউক্লিয়াস পার্টি’ নামে একটি নতুন জাতীয় রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলন আয়োজন করে আত্মপ্রকাশ করে দলটি।
এর নেতৃত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব উন্নয়ন সংসদের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সিদ্দিক হোসাইন এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসএমডি জিদান।
দল গঠনের ঘোষণা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও তারা প্রকাশ করেন। এতে উল্লেখ করা হয়, সংগঠনটির মূলনীতি হলো বৈষম্যমুক্ত এবং নিরাপদ বসবাসযোগ্য রাষ্ট্র বিনির্মাণ। অর্থাৎ এমন একটি দেশ তারা গড়ে তুলতে চান, যেখানে প্রতিটি মানুষ সমানভাবে জীবন যাপন করতে পারবে, থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো আহাজারি, থাকবে না কোনো জুলুম, অত্যাচার ও নিপীড়ন, থাকবে শুধু শান্তি, শৃঙ্খলা আর হৃদয় নিংড়ানো ভালবাসা।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]