বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মির্জা ফখরুল এখন মিথ্যা ফখরুলে পরিণত হয়েছে ইউপি নির্বাচনে জেলা আ’লীগ সভাপতি সাদেক কুরাইশি 

মির্জা ফখরুল এখন মিথ্যা ফখরুলে পরিণত হয়েছে ইউপি নির্বাচনে জেলা আ’লীগ সভাপতি সাদেক কুরাইশি 

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি :  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আ’লীগ সভাপতি জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশি বলেন, দেশে এখন আর কার্তিক মাসের আকাল নেই, মানুষ না খেয়ে থাকেনা, দেশের উন্নয়ণ হচ্ছে। এ দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে বলেই বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিয়ত মিথ্যা কথা বলেই চলছে, তিনি এখন মিথ্যা আলমগীরে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, গত নির্বাচনে মির্জা আলমগীর হাজার ভোটে পরাজিত হয়েছিল এবার ঠাকুরগাঁয়ের মানুষ সিন্ধান্ত নিয়েছে একলক্ষ ভোটে তাকে পরাজিত করবে।গতকাল রবিবার (২৪ জুলাই) সন্ধায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কাতিহার উচ্চবিদ্যালয় মাঠে বাচোর ইউপি নির্বাচনে নৌকা মার্কার এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ ইমদাদুল হক, জেলা আ’লীগ সম্পাদক দীপক
কুমার রায় বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আ’লীগের চেয়ারম্যান নির্বাচিত না হলে উন্নয়ণ বাঁধা গ্রস্থ হবে।
এসময় আরো বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, উপজেলা সভাপতি
অধ্যক্ষ সইদুল হক, সম্পাদক তাজ উদ্দীন, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আকতারুল ইসলাম, রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমাআরা বন্যা, রাণীশংকৈল পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,জেলা আ’লীগ উপ-প্রচার সম্পাদক আবু সাইদ সোহেল, সেচ্ছা সেবক লীগ সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো,ভাইস চেয়ারম্যান সোহেল রানা, চেয়ারম্যাণ প্রার্থী
জিতেন্দ্রনার্থ বর্ম্মন প্রমুখ।
৩৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS