বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে অবঃপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

সেনবাগে অবঃপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নোয়াখালীর সেনবাগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী অবঃপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া)। এইলক্ষে সোমবার দুপুর ১২টারদিকে সংস্থার উদ্যোগে সেনবাগ সিনিয়র মাদরাসার সামনে থেকে একটি বণ্যার্ঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধানসড়ক প্রদক্ষিন শেষে সেনবাগের জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সৈনিক সংস্থার সভাপতি অবঃপ্রাপ্ত কর্পোরাল অফিসার মোঃ মনির আহমেদের সভাপতিত্বে ও অবপ্রাপ্ত কর্পোরাল অফিসার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ,সেনবাগের স্থানীয় এমপি আলহাজ্ব মোরশেদ আলম। বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, ডমুরুয়া ইউনিয়নের চেযারম্যান শওকত হোসেন কানন,অবসর প্রাপ্ত সেনা অফিসার আবুল কাশেম, নৌ বাহিনী টেটা অফিসার হাফেজ মনির আহমেদ, জসিম উদ্দিন ও হুমায়ুন কবির প্রমুখ। আলোচনা সভা শেষে নিহত সকল সৈনিকের আত্বার মাগফিতার কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৪৪ বার ভিউ হয়েছে
0Shares