বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগ বীরমুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ

সেনবাগ বীরমুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি :; নোয়াখালীর সেনবাগে তিন শতাধিক বীরমুক্তিযোদ্ধার মাঝে স্মার্টকার্ড ডিজিটাল সদনপত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সেনবাগ উপজেলা প্রশাসনের উদ্যোগের আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় এমপি আলহাজ্ব মোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে বীরমুক্তিযোদ্ধাদের হাতে আনুষ্ঠানিক ভাবে ওই স্মার্টকার্ড ও ডিজিটাল সনদপত্র তুলে দেন।

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছরুল্øাহ আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মটকার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক আসনের) এমপি আলহাজ্ব মোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইসে চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সাবেক অতিরিক্তি অবপ্রাপ্ত উপসচিব বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী আবদুল গোফরান,ডমুরুয়া ইউনিযনের চেয়ারম্যান শওকত হোসেন কানন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওহাব প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ ৩ শতাধিক বীরমুক্তিযোদ্ধার হাতে স্মার্টকার্ড ও ডিজিটাল সনদপত্র তুলে দেন।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS