শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে যুবদলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন

সেনবাগে যুবদলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে অসাংগঠনিক ও অনৈতিক সুবিধা নিয়ে ঘোষিত ৯ টি ইউনিয়ন আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে সেনবাগ উপজেলা যুবদল। বৃহস্পতিবার সকালে সেনবাগ প্রেসক্লাবে উপজেলা যুবদলের ৩ যুগ্ম আহবায়ক সহ পদবঞ্চিত উপজেলা ও ৯টি ইউনিয়নের যুবদলের একাংশের সভাপতি ও সম্পদকরা উপস্থিত ছিলেন।

সেনবাগ প্রেসক্লাবে অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেনবাগ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলম চৌধুরী ফুটন ও যুগ্ম আহবায়ক আরমান হোসেন সুমন এবং যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা ফখরুল ইসলাম টিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য মোঃ মামুন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য, আনোয়ার হোসেন, জসিম উদ্দিন ভাষান ও আবুল কাশেম।

সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয় সেনবাগ উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব দীর্ঘ ২ বছরেও একটি সভা করতে পারেনি, তারা একই সাথে বিএনপি, যুবদল ও ছাত্রদলের পদে রয়েছেন। এছাড়াও অনিয়মের মাধ্যমে অনৈতিক সুবিধা নিয়ে ইউনিয়ন আহবায়ক কমিটি ঘোষণা করায় জেলা কমিটি উপজেলা কমিটি সহ ইউনিয়ন কমিটি গুলো স্থগিত করে। পরবর্তীতে গত ১১ নভেম্বর পুনরায় কারো সাথে কোনরুপ আলোচনা না করেই অনৈতিক সুবিধা নিয়ে কিছু সংযোজন, বিয়োজন করে পুনরায় ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়, যাতে ত্যাগী ও নির্যাতিতদের বাদ দেয়া হয়। এ সময় বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে সেনবাগ উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব কে বহিষ্কার ও ইউনিয়ন আহবায়ক কমিটি গুলো বাতিল করে ত্যাগী, ও যোগ্যদের নিয়ে পূর্ণরায় কমিটি ঘোষণা করার জন্য জেলা নেতৃবৃন্দের প্রতি দাবি জানান।

৭৯ বার ভিউ হয়েছে
0Shares