শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সেনবাগে এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি :  দশ পেরিয়ে এগারোতে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন এ শ্লোগান নিয়ে নোয়াখালীর সেনবাগে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার রাতে সেনবাগ প্রাথমিক শিক্ষ সমিতির কার্যালয়ে সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং এশিয়ান টিভির সেনবাগ প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরীর সঞ্চালনায় অনুষ্ঠিত জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল। বিশেষ অতিথি ছিলেন,সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী, মাকেন্টাইল ব্যাংকের সেনবাগ শাখা ব্যবস্থাপক মোঃ জহির হোসেন, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ আলম রিগান, সেনবাগ পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল, সেনবাগ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক মোঃ হারুন, সাংবাদিক ফখরল ইসলাম,জাহাঙ্গীর পাটোয়ারী, নুল হোসাইন সুমন, বশির আহমেদ,আমির হোসেন লিটন,শ্রমিক মোস্তফা ভুঁইয়া,নবীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্দ হারুনুর রশিদ, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান মিলন প্রমুখ।আলোচনা সভা শেষে অতিথিরা কেককেটে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।

৬৬ বার ভিউ হয়েছে
0Shares