শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুর জেলা পরিষদের আয়োজন মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা পরিষদের আয়োজন মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর জেলা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গণে এ মতবিনিময সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওযামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইায়ারুল ইসলাম, জেলা আওযামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিযনের চেযারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও কেন্দ্রীয় মহিলা আওযামী লীগের সদস্য শামিম আরা হীরা প্রমুখ।

মতবিনিময় সভায় মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন,মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হিসাব উদ্দিন,মুজিবনগর উপজেলা পরিষদের চেযারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, পি পি পল্লব ভট্টাচার্য, জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ইমতিয়াজ হোসেন মিরন,আজিমুল বারী,শামীম আরা হীরা, শাহানা ইসলাম শান্তনা, মিজানুর রহমান,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্নু,সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম,গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী,সাবেক মেয়র আশরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ শাহজামান, আনারুল ইসলাম,সেলিম রেজা,মতিউর রহমান সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৪৪ বার ভিউ হয়েছে
0Shares