বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরের দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

মেহেরপুরের দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

মেহের আমজাদ,মেহেরপুর : শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাচিত বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুর সড়ে ১২টার দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি নামফলক উম্মোচন করে দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। এ সময় বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাকিম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

৪৪ বার ভিউ হয়েছে
0Shares