বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রাম জেলা পুলিশ বিদেশী মদ ও  ফেন্সিডিলসহ ০৪ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার 

কুড়িগ্রাম জেলা পুলিশ বিদেশী মদ ও  ফেন্সিডিলসহ ০৪ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার 

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি  : উলিপুর থানা পুলিশ কর্তৃক উলিপুরের প্রত্যন্ত চর বেগমগঞ্জ থেকে বেগমগঞ্জ মুসল্লিপাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ সাইফুল ইসলাম (২৪) কে ৩০ বোতল অফিসার চয়েস মদ সহ হাতেনাতে গ্রেফতার করে উলিপুর থানার একটি চৌকস টিম।
 অন্যদিকে ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ভূরুঙ্গামারী থানাধীন মানিককাজী বাজার এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি মানিককাজী গ্রামের মোঃ মাহবুবার রহমান (৩৫), মোঃ শফিকুল ইসলাম লাকি (৩৬), মোঃ সেলিম উদ্দিন দেরকে ১১ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীরা দির্ঘদিন ধরে চতুরতার সাথে উলিপুর ও ভূরুঙ্গামারীতে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো, পরবর্তীতে উলিপুর ও ভূরুঙ্গামারী থানা পুলিশ সুকৌশলে পৃথক দুইটি সফল অভিযান পরিচালনা করে  মাদকসহ আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।  কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
২৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS