বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তানোরে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন  

তানোরে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন  

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে দুইদিন ব্যাপী  ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। এউপলক্ষে গতকাল বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংসদ প্রতিনিধি উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা এসিল্যান্ড(ভূমি) আদিবা সিফাত,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা প্রকল্প কর্মকর্তা তারিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা সাদিকুজ্জামান,উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ মেলার প্রতিটি ষ্টল পরিদর্শন করেন।
৫৩ বার ভিউ হয়েছে
0Shares