শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস পালিত

দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস পালিত

দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি:  ‘‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’’এইপ্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দ এর আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। (৫ নভেম্বর) শনিবার সকালে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহনে পতাকা উত্তোলন ও ইনডোর র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর। অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা আওয়ামিলীগের সভাপতি ওসমান গনি তালুকদার,সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক,আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার,বাণী চক্রবর্তী,পংকজ মারক সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে চার সমবায় সমিতি’কে সম্মাননা প্রদান করা হয়।
৩১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS