যশোরের পল্লীতে দু’গ্রুপের পাল্টাপাল্টি ছুরকাঘাতে ৩ আহত
ইয়ানূর রহমান : যশোর সদরের বিরামপুর গ্রামে দুগ্রুপের পাল্টাপাল্টি ছুরিকাঘাতে তিনজন গুরুতর আহত হয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। ছুরিকাহতরা হচ্ছেন, বিরামপুর গ্রামের তরিকুল ইসলামের পুত্র তাহাসিন অরফে তাসলিম (২০), বুলু সেখের পুত্র আকাশ (২০) ও হিরু মিয়ার পুত্র মামুন (৪০)।
আহতরা জানিয়েছেন, গতকাল শনিবার রাত পৌনে ১০ টার দিকে তাহাসিন ও আকাশকে ডেকে বিরামপুর আফজাল মার্কেটের সামনে নিয়ে যায় মামুন। পূর্বের গোলযোগ মীমাংসার জন্য মোবাইল ফোনে তাদের ডাকা হয়। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় মামুনের সহযোগী জিহাদ রইস সহ কয়েকজন তাহাসিন এবং আকাশকে ছুরিকাঘাত করে। এসময় তাহাসিন ও আকাশ পাল্টা মামুনকে আঘাত করে। তাদের পাল্টাপাল্টি ছুরিকাঘাতে ওই ৩ জন গুরুতর আহত হলে রাত ৯ টার দিকে তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোঃ শাকিরুল ইসলাম জানিয়েছেন, তাদের আঘাত গুরুতর তবে আশঙ্কাজনক নয়। কারণ পায়ের উরুতে ছুরিআঘাত করা হয়েছে।
আহতদের সূত্রে জানা গেছে, দেড় মাস আগে সীমান্ত নামে এক ছেলেকে রইচ মারপিট করে। সে ছিল তাহাসিন ও আকাশের বন্ধু। এ নিয়ে তাদের ভেতর বিরোধ চলে আসছিল। গতকাল রাতে মামুন ঘটনা মীমাংসা করার জন্য আফজাল মার্কেটের সামনে ডাকে। সেখানে গিয়ে তাহাসিন ও আকাশ অপেক্ষা করার সময় রইচ ও জিহাদ সহ কয়েকজন উঠতি বয়সী সন্ত্রাসী তাদের ছুরিকাঘাত করে।#