শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তেঁতুলিয়ায় কৃষকলীগের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা

তেঁতুলিয়ায় কৃষকলীগের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলা কৃষকলীগের নব নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও কৃষক দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা চৌরাস্তা বাজারের কৃষকলীগের কার্যালয়ে কাজী আনিছুর রহমানের সভাপতিত্বে পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন।
উপজেলা কৃষকলীগের সদস্য সচিব কবির হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম, জেলা পৌর কৃষকলীগ সভাপতি আকতারুল নাহার সাকি, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম, আতাউর রহমান, সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল বাসেত, ইউনিয়ন কৃষকলীগের আহসান হাবীব, মহিলা কৃষকলীগের সহ-সভাপতি আকলিমা আক্তার প্রমুখ।
এ সময় তেঁতুলিয়ায় উপজেলা কৃষকলীগের ৭১ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত আহবায়ক কমিটির পরিচিতি করে দেয়া হয় ও তাদেরকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষকলীগসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের তিন শতাধিকের বেশি নেতাকর্মী।
২২ বার ভিউ হয়েছে
0Shares