সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে রেলওয়ে জেলা পুলিশের উদ্দ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত

সৈয়দপুরে রেলওয়ে জেলা পুলিশের উদ্দ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : সৈয়দপুরে রেলওয়ে জেলা পুলিশের উদ্দ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত। ২৯ অক্টোবর অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সকাল ৯.৩০ মিনিটে সৈয়দপুর রেলওয়ে ষ্টেশন প্লাটফর্ম হতে এক বণাঢ্য র‌্যালী বের হয়ে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ ক্লাবে সমবেত হয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা রেলওয়ের টিকিট কালোবাজারির মাধ্যমে বিক্রি বন্ধ, ট্রেনে অবৈধ মালামাল তোলা ও চলন্ত ট্রেনের পাথর নিক্ষেপের বিরুদ্ধে জনসচেতনামূলক বিভিন্ন দিক তুলে ধরে এ কমিটি পুলিশিং ডে পালিত হয়। সৈয়দপুর রেলওয়ের জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ তোবারক আলী, আই আর পি ইন্সপেক্টর শ্রী অঞ্জন কুমার পাল, ওসি ডিবি শ্রী সোমনাথ বসু, ডিআইও-১ মোঃ জহির উদ্দিন প্রামাণিক, আর আই পুলিশ লাইন মোঃ হেলাল উদ্দিন, ওসি সৈয়দপুর মোঃ সাকিউল আলম, ওসি ওয়াচ এস্আই হাবিব, হেড এসিস্টেন্ড রফিকুল ইসলাম, আর ও ওয়ান মোঃ নিমাতনুর চৌধুরী, আর ও টু এ এস আই মোঃ মোস্তাফা কামাল প্রমুখ। এ সময় শ্রেষ্ঠ রেলওয়ে থানা অফিসার ইনচার্জ হিসেবে শ্রেষ্ঠ অফিসার হিসেবে দিনাজপুর সদর রেলওয়ে থানার অফিসার ইনচাজ এরশাদুল ইসলাম ভ‚ইয়াকে ক্রেষ্ট দিয়ে পুরষ্কিত করেন রেলওয়ের জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান।

১০৩ বার ভিউ হয়েছে
0Shares