শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে কমিউনিটি পুলিশিং-ডে/২০২২ পালিত

নাচোলে কমিউনিটি পুলিশিং-ডে/২০২২ পালিত

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং-ডে-২০২২ পালিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, ইউপি চেয়ারম্যান-মেম্বার, আনসার-ভিডিপি, গ্রামপুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি থানা চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে মিলিত হয়। থানাচত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাঃ জিয়াউর রহমানসহ অতিথিবৃন্দ।

সকাল সাড়ে ১০টায় নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম ও কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব। পরে চাঁপাই গম্ভিরা শিল্পীদের পরিবেশনায় গম্ভিরা ও স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

২৫৮ বার ভিউ হয়েছে
0Shares