বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝালকাঠিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সকাল থেকে বৃষ্টি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝালকাঠিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সকাল থেকে বৃষ্টি

ঝালকাঠি প্রতিনিধি বঙ্গোব সাগরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট নি¤œচাপের কারণে ঝালকাঠিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে জেলার সর্বত্র বৃষ্টি হচ্ছে। সুগন্ধা ও বিষখালী নদীতীরের মানুষগুলোর মধ্যে ঘূর্ণিঝড় আতঙ্ক দেখা দিয়েছে। তাঁরা ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী। জেলায় ৪২৭টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।

৮৬ বার ভিউ হয়েছে
0Shares