বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠিতে দুই জেলেকে জরিমানা ৪৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১১ কেজি ইলিশ জব্দ

ঝালকাঠিতে দুই জেলেকে জরিমানা ৪৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১১ কেজি ইলিশ জব্দ

ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় রবিবার সকালে সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে দুই কিশোর জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। তাদের ভ্রাম্যমাণ আদালত পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় সুগন্ধা ও বিষখালী নদী থেকে ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১১ কেজি ইলিশ জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, সুগন্ধা ও বিষখালী নদীতে সুযোগ পেলেই মা ইলিশ শিকারে নামে জেলেরা। অভিযান টের পেয়ে জাল ফেলে জেলেরা পালিয়ে যায়। এ সময় সুগন্ধা নদীর মগড় এলাকা থেকে ওবায়দুল ও রাজিব নামে দুই জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে জাল ও ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ করা জালগুলো সুগন্ধা নদীতীরে ডিসি পার্কে জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়েছে। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS