শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুরে তৃণমূল সাংবাদিকতা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দুর্গাপুরে তৃণমূল সাংবাদিকতা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দুর্গাপুর( নেত্রকোনা )প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে তৃণমূল সাংবাদিকতা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে শুক্রবার দিনব্যাপী এটি অনুষ্ঠিত হয়।

এতে সংবাদ লেখা ও সম্পাদনা,ফিচার লেখার কৌশল,সাংবাদিকের দায়িত্ব-কর্তব্য,সাংবাদিকতার নীতিমালা,প্রশিক্ষণের উদ্দেশ্য সহ সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। দৈনিক জনকন্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি সঞ্জয় সরকার সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন। এসময় তিনি হাতে কলমে সাংবাদিকতার অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াদিও তুলে ধরেন।

দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কবি সজীম শাইনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর দুই সেশনে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের সমাপনী পর্বে সাংবাদিকদের হাতে প্রত্যয়নপত্র তুলে দেয়া হয়। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন,সাংবাদিক মোহসিন মিয়া প্রত্যয়নপত্র তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ওয়ালী হাসান তালুকদার। এ পর্বে আলোচনায় পারভীন আক্তার বলেন,এমন প্রশিক্ষণ সাংবাদিকদের কাজের ক্ষেত্রে অনেক এগিয়ে দেবে। সাংবাদিকতার উৎকর্ষ সাধনে দুর্গাপুর সাংবাদিক সমিতির এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

সঞ্জয় সরকার বলেন,সাংবাদিককে প্রতিনিয়ত পড়াশোনার মধ্যে থাকতে হয়। দক্ষ সাংবাদিক হয়ে উঠতে হলে প্রশিক্ষণ অত্যাবশকীয়। দুর্গাপুর সাংবাদিক সমিতি নিজেদের উদ্যোগে এমন আয়োজন করায় তাদের অনেক ধন্যবাদ।

নাসির উদ্দিন বলেন,প্রশিক্ষণ মানেই নতুন কিছু শেখা। এই প্রশিক্ষণে যা শেখানো হলো সেগুলো সাংবাদিকদের অনেক কাজে লাগবে। আজকের এই আয়োজন অনেক ভালো লেগেছে।

এই আয়োজন নিয়ে উছ্বসিত দুর্গাপুর সাংবাদিক সমিতির সদস্য মোরশেদ আলম বলেন,নতুন কিছু শেখা মানেই এগিয়ে যাওয়া। এই প্রশিক্ষণে আমরা যা শিখেছি সেগুলো আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োগ করলে নিজেদের সাংবাদিকতার মান আরো অনেক বৃদ্ধি পাবে।

২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS