বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাগাতিপাড়ায় র‌্যাব ও ভোক্তার ভেজাল গুড়ের বিরুদ্ধে যৌথ অভিযান বিপুল পরিমান গুড় ধ্বংস – এক লাখ ৩২ হাজার টাকা জরিমানা

বাগাতিপাড়ায় র‌্যাব ও ভোক্তার ভেজাল গুড়ের বিরুদ্ধে যৌথ অভিযান বিপুল পরিমান গুড় ধ্বংস – এক লাখ ৩২ হাজার টাকা জরিমানা

ইসাহাক আলী, নাটোর, ১৬ অক্টোবর-নাটোরে বাগাতিপাড়ার নূরপুর মালঞ্চি এলাকায় র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ৩১ হাজার ৯০০ কেজি ভেজাল গুড় ধ্বংস ও ৫টি কারখানাকে ১ লাখ ৩১ টাকার জরিমানা করা হয়েছে। গত মধ্যরাতে ওই অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, বেশ কিছুদিন থেকে বাগাতিপাড়ার নূরপুর মালঞ্চি এলাকায় ভেজাল করে তৈরি করে বাজারজাত করছিল কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান। গতরাতে র‌্যাব ও ভোক্তার অভিযানে গিয়ে ৫টি কারখানায় তার প্রমাণ মেলে। এ সময় উজির গুড় ভান্ডারকে  ৫০ হাজার,  একই এলাকার হারুন গুড় ভান্ডারকে ১০ হাজার, সোনালী গুড় ভান্ডারকে ১০হাজার), খন্দকার মালঞ্চি বাজার এলাকায় বিষু গুড় ভান্ডারকে ১১ হাজার ৯০০ টাকা, বড়বাঘা বাজার এলাকার সোহাগ গুড় ভান্ডারের স্বত্বাধিকারী: সাবিবুর রহমান সোহাগকে ৫০ হাজার টাকাসহ মোট এক লাখ ৩১ হাজার নয়শত টাকা জরিমানা করা হয়।  পরে জব্দকরা গুড় ও ক্ষতিকারক উপাদান ধ্বংশ করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

৭২ বার ভিউ হয়েছে
0Shares