শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় পুকুরে পানিতে ডুবে ষোল মাস বয়সী এক শিশুর মৃত্যু

কলমাকান্দায় পুকুরে পানিতে ডুবে ষোল মাস বয়সী এক শিশুর মৃত্যু

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে আয়াত হোসেন  নামের ১৬ মাস  বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার বিকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাতকান্দা গ্রামের নিজ পুকুরে পানিতে ডুবে  শিশুটি মারা যায়। ওই গ্রামের পলাশ মিয়া ও তানিয়া আক্তার দম্পতির একমাত্র সন্তান । মৃতের বাবা পেশায় একজন মোটরসাইকেল চালক।

শিশু আয়াত হোসেনের সম্পর্কে চাচা মো. শাহাবুদ্দীন  জানান, আজ বুধবার বিকালে আমার অসুস্থ ছেলে ৫ বছর বয়সী ফাহাদের একই বিছানায় শুয়ে ছিল ভাতিজা আয়াত হোসেন। বাড়ীর লোকজনের অগোচরে বাড়ীর দক্ষিণ পাশে নিজদের পুকুরে পড়ে যায়। ওই সময় শিশুর বাবা পলাশ নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ীতে প্রবেশ করলে অন্যান্য দিনের মতো ছেলের কোন সাড়া শব্দ পায় নাই । তখন সে আয়াত, আব্বু আয়াত বলে ডাকতে ডাকতে খোঁজাখুঁজি করেন পলাশ।  পরে তাকে বাড়ীর দক্ষিণ পাশে পুকুরের পানিতে ভাসতে দেখেন। তারই ডাক চিৎকারে বাড়ীর লোকজন এসে  আয়াতকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সুমন পাল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু আয়াতের মৃত্যু হয়েছে।

এব্যাপারে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো.সুরুজ আলী সত্যতা নিশ্চিত করে  সাংবাদিকদের বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশু আয়াতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ওই দিন সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষে মৃতের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে ।

৩৪ বার ভিউ হয়েছে
0Shares