শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তিন জেলার সমন্বয়কারী সাবেক সাংসদ হাফিজউদ্দীনকে রাণীশংকৈলে গণসংবর্ধনা 

তিন জেলার সমন্বয়কারী সাবেক সাংসদ হাফিজউদ্দীনকে রাণীশংকৈলে গণসংবর্ধনা 

মাহাবুব আলম,, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। আগামি aজাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটির দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার প্রার্থী নির্বাচনে দলীয় প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ হাফিজ উদ্দীন আহম্মেদ প্রধান সমন্বয়ক মনোনীত হওয়ায় গণসংবর্ধনা দেওয়া হয়। শনিবার ১ অক্টোবর বিকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মডেল স্কুল মাঠে উপজেলা জাতীয় পাটির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় সংবর্ধিত প্রধান অতিথি জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ প্রধান সমন্বয়ক হাফিজ উদ্দীন আহম্মেদ বলেন,দেশে আজ ক্লান্তিকাল চলছে তাই চাই চাই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জনগনের জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে।এরশাদ সরকারের সময়ে দেশের যে উন্নয়ন হয়েছে তা এখনো দৃশ্যমান।এক শ্রেণীর মানুষ দূনীতি আর লুটপাটে ব্যস্ত এ অবস্থার পরিবর্তন ঘটাতে পারে একমাত্র জাতীয় পাটি।
অনুষ্ঠানে উপজেলা জাতীয় পাটির সহ-সভাপতি এজেড আবু সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংসদের পুত্র সাবেক ছাত্র নেতা শামসু হাবিব বিদ্যুৎ। বক্তব্য রাখেন উপজেলা সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর সভাপতি শামসুল
আরেফিন,সম্পাদক রমজান আলী। যুবসংহতির সম্পাদক পৌর কাউন্সিলর ইসাহাক আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সম্পাদক জয়নাল আবেদীন,সিনিয়র সহ-সভাপতি আব্দুর গফুর,ইউনিয়ন সভাপতি সাবেক চেয়ারম্যান একেএম ফজলুল হক, সম্পাদক মির্জা মিঠু,যুব  সংহতির সম্পাদক আকতার ইসলাম, জেলা ছাত্র সমাজ আহবায়ক নওশাদ, সদস্য সচিব আলমগীর হোসেন প্রমুখ।
৩০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS