শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
যুবলীগের আলোয় আলোকিত হবে আগামী’র বাংলাদেশ —-এম.পি শহীদুজ্জামান সরকার

যুবলীগের আলোয় আলোকিত হবে আগামী’র বাংলাদেশ —-এম.পি শহীদুজ্জামান সরকার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আলমপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ টায় রাঙ্গামাটি ক্লাব ময়দানে আলমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ বদিউজ্জামানের সভাপতিত্বে সম্মিলিতভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি ও নওগাঁ- ২ আসনের এমপি মোঃ শহীদুজ্জামান সরকার বলেন, ‘আজকের যুবলীগ অত্যন্ত সু-শৃঙ্খল, আর এই যুবলীগের আলোয় আলোকিত হবে আগামীর বাংলাদেশ।

সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জাবিদ হোসেন মৃদু। বিশেষ অতিথি নওগাঁ জেলা যুবলীগের সভাপতি এডভোকেট খোদাদাদ খান পিটু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ নুরুজ্জামান হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, পৌর মেয়র আমিনুর রহমান, আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

৩৩ বার ভিউ হয়েছে
0Shares