মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মালয়শেয়িায় আরো এক রমেট্যিান্স যোদ্ধা নওগাঁর সাইফুল ইসলামরে মৃত্যু

মালয়শেয়িায় আরো এক রমেট্যিান্স যোদ্ধা নওগাঁর সাইফুল ইসলামরে মৃত্যু

এম এম হারুন আল রশীদ হীরা; মান্দা (নওগাঁ) : সাড়ে ৪ লাখ টাকা ঋণ করে মালয়শেয়িায় গয়িে কোন টাকা আয় করার আগইে আরো এক রমেট্যিান্স যোদ্ধা সাইফুল ইসলাম (৪৫) নামে এক যুবকরে মৃত্যু হয়ছে।ে মৃত সাইফুল নওগাঁর মান্দা উপজলোর প্রসাদপুর ইউপ’ির প্রসাদপুর গ্রামরে মৃত আবদুর রহমানরে ছলে।আজ বুধবার (২৭ সপ্টেম্বের) সকালে তনিি মালয়শেয়িায় মারা যান। দশেে তার মা, স্ত্রী, দুই ছলেওে দৃই নাতি রয়ছে। এ ঘটনায় নহিতরে পরবিার ও এলাকায় শোকরে ছায়া নমেে এসছে।

পরবিার ও মালয়শেয়িায় র্কমরতদরে সূত্রে জানা যায়, মাত্র ২ মাস আগে কলংি বা টুরস্টি ভসিা ব্যবস্থাপনায় মালয়শেয়িায় যান। দলেুয়াবাড়ি এলাকার জনকৈ এক আদম ব্যাপারীর সহযোগতিায় কাজে গয়িে তনিি প্রায় দুই মাস বসইে ছলিনে। এতে তার প্রায় সাড়ে ৪ লাখ টাকা খরচ হয়ছে।ে প্রায় সব টাকা ধারদনো ও ঋণ করে দুই বছররে চষ্টোয় পরবিাররে একটু স্বচ্ছলতার স্বপ্ন পূরণরে আশায় মালয়শেয়িায় গয়িছেলিনে। সখোনে কাজে যোগদানরে আগে নজি এলাকার লায়বে আলী মন্ডলরে সাথে থাকতনে। গত দুইদনি আগে রাজমস্ত্রিীর সহকারী হসিবেে শ্রমকিরে কাজ পান। সইে সুবাদে এলাকার আরকে শ্রমকি তোফাজ্জল হোসনে তোফার কাছে গয়িে ওঠনে। তোফার সাথে রাজমস্ত্রিীর যোগাড়রি কাজ করনে মাত্র দুইদনি। আজ বুধবার সকালে কাজে গয়িে অসুস্থ (শরীর খারাপ লাগায়) হয়ে পড়লে কাজ করতে পারবনে না বলে চলে আসনে। পরে দুপুরে খাবার খাওয়ার জন্য তোফা ঘরে গয়িে দখেনে সাইফুল মৃত অবস্থায় বছিানায় পড়ে রয়ছেনে। কভিাবে তার মৃত্যু হলো তা সঠকিভাবে এখনো বলা যাচ্ছে না। তবে স্ট্রোক করে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছ।ে তবে গুঞ্জন শোনা যাচ্ছে কাজে গয়িে পড়ে গয়িে তার মৃত্যু হয়ছে।ে লাশরে ময়না তদন্তরে পরে বস্তিারতি জানা যাব।ে তবে লাশ দশেে আসা নয়িে পরবিাররে মধ্যে নানা ধরণরে সংশয়রে সৃষ্টি হয়ছে।ে লাশ আদৌ বাংলাদশেে আসবে কনিা সন্দহে। মৃত সাইফুলরে মা মনোয়ারা বওেয়া ও তার অসহায় পরবিাররে আহাজারতিে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে।ে পরবিাররে সদস্যরা কান্না জড়তি কন্ঠে বলনে, সাড়ে ৪ লাখ টাকা ধার-দনো ও ঋণ করে বদিশে পাঠয়িে এখন তারা নঃিস্ব। কোন টাকাই পলোম না। তার আগইে এ মৃত্যু মনেে নতিে পারছনে না তারা। কভিাবে সংসার চলবে আর কভিাবে এতো ঋণরে টাকা পরশিোধ করবনে। এখন তারা পথে বসছেনে। এমতাবস্থায় সরকাররে সংশ্লষ্টি দফতররে সহযোগতিায় মৃত সাইফুলরে লাশ তারা ফরেত চান।

৬৯ বার ভিউ হয়েছে
0Shares